তারুণ্যের উৎসবে অংশগ্রহণের জন্য ব্যাংক কর্মকর্তাদেরকে নির্দেশ

বগুড়া নিউজ ২৪: আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রাকে সফল করতে ব্যাংক কর্মকর্তাদেরকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে রোববার (৩ আগস্ট) সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে শোভাযাত্রায় নিজ নিজ ব্যাংকের ব্যানারসহ উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর নভোথিয়েটার–বিজয় সরণি–তেজগাঁও এলাকায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকগুলো যেন নিজ নিজ ব্যানারসহ শোভাযাত্রায় অংশ নেয় এবং ঢাকার প্রধান কার্যালয় ও শাখাগুলোর নির্ধারিত সংখ্যক কর্মকর্তাকে অংশগ্রহণে উৎসাহিত করে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের চিঠি পাওয়ার পর বিভিন্ন ব্যাংক শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। এর মধ্যে অনেকেই ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ব্যানার তৈরি করেছে।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০