ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য বিএনপি ১৬ বছর রাজপথে ছিল : রেজাউল করিম বাদশা

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার দেওয়া জন্য বিএনপি দীর্ঘ ১৬ বছর রাজপথে ছিল, আছে এবং ভোটের অধিকার আদায় করেই ঘরে ফিরবে।

তিনি আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বগুড়া সদরের মাটিডালি বিমান মোড়ে আনন্দ মিছিল বের করে সদর উপজেলা বিএনপি। জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. সৈয়দ জহুরুল আলমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌদিুল ইসলাম তৌহিদ, সদর উপজেলা বিএনপি নেতা ছামছুল আলম মন্ডল, ফেরদৌস আলম পিলু, রাজিবুল করিম রাফি, আব্দুর রশিদ বজলু, আবু বক্কর সিদ্দিক, মাফতুন আহম্মেদ, আব্দুল বাছেদ, আইয়ুব খান, শাহ আলম জনি, মানিক, কামাল ফকির, সাইদুর কবির সাজু, হাসান জাহিদ হেলাল, জালাল উদ্দিন, আব্দুল হান্নান, আসাদুল হক টুকু, আল আমিন পেস্তা, আতিকুর রহমান আতিক, আতাউর রহমান মিঠু, সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগম, মৎসজিবীদলনেতা খোকন শেখ প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০