বগুড়ায় পুলিশের চাকরি দেয়ার নামে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা, দুই প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা গায়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাতকারি চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (৭ আগস্ট) বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি’র ওসি ইকবাল বাহার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি প্রতারক চক্র আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ পরিক্ষায় টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী প্রার্থী সাব্বির তালুকদারের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৭ আগষ্ট ডিবির এসআই মোঃ ফজলুল হক এর নেতৃত্বেডিবি বগুড়ার একটি টিম বগুড়া সদরের পীরগাছা বাজারের তিন মাথায় বিশেষ অভিযান চালায়।

এ সময় পুলিশের চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতকারি চক্রের সদস্য মোঃ মোনারুল ইসলাম (৪০)কে গ্রেফতার করা হয়। ধৃত মোনারুল বগুড়ার গাবতলী উপজেলার চকরামপুর আকন্দপাড়ার ফজলুল হকের ছেলে। গ্রেফতারকালে তার কাছ থেকে কনস্টেবল নিয়োগের প্রার্থীর আবেদন পত্রের ১টি স্ক্যান কপি, প্রার্থীর ২টি ছবি, প্রার্থীর দাখিল পরীক্ষায় পাশের মার্কসিট এর ফটোকপি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে ধৃত মোনারুল ইসলাম এর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে ডিবির একটি দল সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন তালগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের অন্য সদস্য মোঃ সাইফুল ইসলাম (৫৫)কে গ্রেফতার করা হয়। সে শাহজাদপুরের ব্রজবেলা এলাকার হবিবার মোল্লার ছেলে। গ্রেফতারকালে তার নিকট হতে পুলিশ নিয়োগ পরিক্ষাসহ বিভিন্ন পরিক্ষার নিয়োগপত্র ও বিভিন্ন প্রার্থীর ব্যক্তিগত কাগজপত্র পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামিরা একটি সংঘবদ্ধ চক্র। তারা ভুক্তভোগী প্রার্থী সাব্বির তালুকদারের সাথে প্রতারণার উদ্দেশ্যে আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় তাকে চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে তার সাথে ১৭ লাখ টাকার চুক্তি করে। উক্ত চুক্তি অনযায়ী সাব্বির তালুকদার এর কাছ থেকে জব্দকৃত কাগজপত্র এবং ২০ হাজার টাকা গ্রহন করে।

উক্ত চক্রের সদস্যরা পরস্পর যোগসাজসে বিভিন্ন চাকরি নিয়োগ সংক্রান্তে প্রার্থীদের সাথে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এই প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০