গ্রিসে সাগরে ঝড়ো হাওয়ায় দুই পর্যটকের মৃত্যু

বগুড়া নিউজ ২৪: গ্রিসে ঝড়ো হাওয়ার কবলে পড়ে আজ শুক্রবার সাগরে দুজন ভিয়েতনামি পর্যটকের প্রাণহানি ঘটেছে। ঝড়ো হাওয়া বিরাজ করায় অনেক ফেরি বন্দরে আটকে পড়েছে। ফলে হাজার হাজার পর্যটক যাতায়াত করতে না পেরে বেকায়দায় আছেন। ঝড়ো বাতাসের কারণে অ্যাথেন্স শহরের কাছে আগুনও ছড়িয়ে পড়ে।

কোস্টগার্ডের মুখপাত্রের বরাতে অ্যাথেন্স থেকে এএফপি জানায়, ‘সাইক্লেডসের পর্যটন দ্বীপ হিসেবে পরিচিত মিলোসের সারাকিনিকো সৈকতে একজন পুরুষ ও একজন নারী ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে মারা গেছেন। ওই সময় দমকলকর্মীরা অ্যাথেন্স ও কেফালোনিয়া দ্বীপের কাছে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন।’

কোস্টগার্ডের মুখপাত্র বলেন, ‘ওই পুরুষ ও নারীকে অচেতন অবস্থায় সাগর থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘একটি ক্রুজ শিপে পর্যটকদের দলে ভিয়েতনামি পরিচয়ে এসেছিলেন তারা। নারী পর্যটক জাহাজ থেকে পানিতে পড়ে গেলে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন  পুরুষ লোকটি।’

গ্রিসের দমকল কর্মকর্তাদের সংগঠনের প্রধান কোস্টাস সিগকাস জানান, তিনটি বিমান ও পাঁচটি হেলিকপ্টারসহ দুই শতাধিক অগ্নিনির্বাপনকর্মী অ্যাথেন্সের পূর্বাঞ্চলীয় কেরাতেয়াতে আগুন নেভানোর কাজ করছেন।

তিনি আরো বলেন, ‘ঝড়ো আবহাওয়ার কারণে আগুন নেভানো কঠিন হচ্ছে। স্থানীয় বহু বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০