ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুরে চায়না দুয়ারি জাল তৈরি ও বিপণনের অপরাধে ৫ জনের জেল জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ উপজেলার গোপালনগর গ্রামের একটি চায়না জাল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৩০ বস্তা চায়না জাল জব্দ করেন এবং এ সব জাল তৈরি ও বিপণনের সাথে জড়িত গোপালনগর গ্রামের আশুতোষ কর্মকার, সুজিত হলদার, বিপুল হলদার, বিপ্লব হলদার ও কমল হলদারকে ১ বছরের জেল ও ২০ হাজার করে টাকা জরিমানা করেন। জব্দকৃত জাল পরে পুড়িয়ে ফেলা হয়।
Please follow and like us:














