অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া

বগুড়া নিউজ ২৪: প্রথম দুই ম্যাচ শেষে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তৃতীয় ও শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জয়ের স্বাদ পাবে।

সেই লক্ষ্য নিয়ে আগামীকাল অঘোষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

সিরিজের শেষ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ১৫ মিনিটে।

ডারউইনে সিরিজের প্রথম ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। টিম ডেভিডের ব্যাটিং ও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ১৭ রানে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া। ডেভিড ৫২ বলে ৪টি চার ও ৮টি ছক্কায় ৮৩ রান করেন। ৭৫ রানে ৬ উইকেট পতনের পর ডেভিডের দুর্দান্ত ইনিংসের কল্যাণে ১৭৮ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

জবাবে অস্ট্রেলিয়ান বোলারদের দারুণ বোলিং নৈপুণ্যে ৯ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দুই পেসার জশ হ্যাজেলউড ও বেন ডোয়ারশিস ৩টি করে এবং স্পিনার এডাম জাম্পা ২ উইকেট নেন।

হার দিয়ে সিরিজ শুরু করলেও, দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। ডেয়াল্ড ব্রেভিসের রেকর্ডময় সেঞ্চুরিতে ৫৩ রানের জয়ে সিরিজে সমতা আনে প্রোটিয়রা। ১২টি চার ও ৮টি ছক্কায় ৫৬ বলে ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন ব্রেভিস। টি-টোয়েন্টি ক্রিকেটে যা ছিল দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ।

ব্রেভিসের ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৮ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

জবাবে ১৪ বল বাকী থাকতে ১৬৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার কিউনা মাফাকা ও কর্বিন বশ ৩টি করে উইকেট নেন।

জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক আইডেন মার্করাম। তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা দারুণ পারফরমেন্স করেছি। আশা করি, সিরিজের শেষ ম্যাচেও ছেলেরা ব্যাট-বল হাতে জ্বলে উঠবে এবং দলকে সিরিজ জয়ের স্বাদ দেবে।’

অন্যদিকে, দ্বিতীয় ম্যাচ হারের স্মৃতি ভুলে সিরিজ জয়ের লক্ষ্য অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের। তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচে হার নিয়ে আমরা বিচলিত নই। আমাদের প্রধান লক্ষ্য সিরিজ জয়। শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের লক্ষ্য পূরণ করতে চাই আমরা।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৭বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ১৮ এবং প্রোটিয়ারা ৯ ম্যাচে জিতেছে ।

অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), সিন এ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ারশিষ, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, এডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জর্জ লিন্ডে, কিওয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, নাকাবা পিটার, লুহান-ড্রি প্রিটোরিয়ান, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, রাসি ভ্যান ডার ডুসেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০