মোশাররফের পর এবার ‘হুব্বা’র পরিচালকের ছবিতে চঞ্চল চৌধুরী

বগুড়া নিউজ ২৪: ‘হুব্বা’ পর নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসু। তার এবারের সিনেমার নাম ‘শেকড়’।

‘হুব্বা’তে অভিনয় করে প্রশংসিত হয়েছিল বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম। তবে এই নির্মাতার নতুন সিনেমাতে থাকছেন চঞ্চল চৌধুরী।

জানা গেছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘শেকড়’। প্রধান চরিত্রে রয়েছেন সীমা বিশ্বাস ও লোকনাথ দে। আর নায়কের ভূমিকায় চঞ্চল। এছাড়াও সিনেমাটিতে দেখা যাবে পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার, অনুজয় চট্টোপাধ্যায় এবং আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব নারায়ণ গোস্বামীকে।

ব্রাত্য বসু বলছেন, আমি মনে করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ‘চিরন্তন’ এবং ‘আমি’ এই গল্প দু’টি ২০২৫ সালে নিয়ে এসেছি। চিত্রনাট্য আমি লিখেছি, সংলাপ লেখায় সাহায্য করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। বিভূতিভূষণের লেখায় অসম্ভব মানবিক আবেদন থাকে। আমার মনে হয়েছে, এই যে সামাজিক চিৎকার চলছে, সেটা মানুষের আত্মাকে কোথাও ক্ষইয়ে দিচ্ছে। শিল্পের মাধ্যমে যদি এই আত্মার পুনর্জীবন করতে হয়, তা হলে চিরন্তন মানবিকতার কাছেই আমাদের ফিরে যেতে হবে।

পাশাপাশি দুটি গ্রামের এক বৃদ্ধ ও বৃদ্ধার চরিত্র ঘিরে এগিয়ে যাবে গল্প। যে দুটি চরিত্রে লোকনাথ ও সীমাকে পাওয়া যাবে। এই সিনেমাতেও কুণাল রাজনীতিকের চরিত্রে। লোকনাথ যে বৃদ্ধের চরিত্রে, তার ছেলের ভূমিকায় থাকবেন চঞ্চল চৌধুরী এবং ছেলের বউয়ের চরিত্রে থাকবেন পৌলমী।

সিনেমাটির প্রযোজনায় রয়েছেন ফিরদৌসুল হাসান। সংগীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরে বেনারসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর টানা বোলপুরে ও কলকাতায় শুটিং হবে। ২০২৬ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।

সিনেমাটিতে আরও অভিনয় করবেন রাজনৈতিক নেতা কুণাল ঘোষ। ‘কর্পূর’-এর পর কুণালের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘শেকড়’।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০