সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের

ষ্টাফ রিপোর্টার: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার উল্লা আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসাফুদ্দৌলা ডিউক, মমিনুর রশিদ সাইন, সদস্য বজলুর রশিদ সুইট, বৈশাখী টেলিভিশন জেলা প্রতিনিধি সুমন সরদার, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সাবু ইসলাম, সদস্য আব্দুস সালাম, সাইফুল ইসলাম, ফিরোজ পশারী রানা, সিরাজুল ইসলাম সিরাজ, আল আমিন, কামরুল হাসান কমল, সাংবাদিক এটিএম সাদেকুর রহমান লিটন, মহাস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস আই সুমন, দৈনিক মাতৃছায়া পত্রিকার উত্তরাঞ্চল ব্যুরো প্রধান মেহেদী হাসান লিটন, বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বারী মামুন, সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ, ওয়াহেদ ফকিরসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিৎ যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
তারা আরো বলেন, সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথা নত কিংবা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা স্বাধীনভাবে তাদের লিখনি চালিয়ে যাবে। সাহসী সাংবাদিকতার জন্য আসাদুজ্জামান তুহিনকে জীবন দিতে হয়েছে। তাকে প্রকাশ্যে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০