ময়মনসিংহে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী পালিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে নগরীর কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দিরের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়।

এসময় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ফাল্গুনি নন্দি, জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, মহানগর জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ্ কায়সার, ময়মনসিংহ কেন্দ্রীয় সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক স্বপন সেন গুপ্ত, পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দুর্গাবাড়ি মন্দিরে এসে শেষ হয়। ঢাক-ডোল আর রঙ বেরঙের সাজে শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। এসময় শ্রীকৃষ্ণের জীবনদর্শন তুলে ধরে তারা শান্তি, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন। জন্মাষ্টমির শোভাযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। সড়কের মোড়ে মোড়ে মোতায়েন ছিলো অতিরিক্ত পুলিশ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০