ভোলা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ভোলা প্রতিনিধি: ভোলা পৌর শহরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের চকবাজার ও নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাস্তার উপর অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে বিভিন্ন দোকানদারকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি মালামাল জব্দ করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইয়েদ মাহমুদ বুলবুল এবং উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) অমিত দত্ত অভিযানে নেতৃত্ব দেন। উচ্ছেদ অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, নৌবাহিনী এবং পুলিশের একটি টিম অংশ নেন।

অপর দিকে ভোলা সদর রোডে পৃথক অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক (রাজস্ব)।

এসিল্যান্ড অমিত দত্ত গণমাধ্যমকে জানান, সরকারি রাস্তা দখল করে তারা দীর্ঘদিন দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আমরা পৃথক দুটি অভিযানে ২টি মামলা ও ৪৬ হাজার টাকা জরিমানা করেছি।

এছাড়া তারা যেন ভবিষ্যতে আর রাস্তা দখল করে এই ধরনের দোকানপাট না বসায় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০