জনগণ চাঁদাবাজ ঠেকবাজ ও দুর্নীতি পরায়ন শাসক দেখতে চায় না- গোলাম রব্বানী

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও বগুড়া-৭ গাবতলী-শাজাহানপুর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী বলেছেন, জনগণ আর চাঁদাবাজ ঠেকবাজ দুর্নীতি পরায়ন শাসক দেখতে চায় না।

এ দেশে শান্তি শৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সুশাসন কায়েমের লক্ষ্যে জামায়াতে ইসলামী সকলের সমর্থন প্রত্যাশা করে। আগামীতে স্বনির্ভর একটি বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলাম আপনাদের দ্বারে দ্বারে যাবে। আশা করছি একটি বারের জন্য হলেও জামায়াতে ইসলাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করে তা দেখার সুযোগ করে দিবেন। তিনি বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের শাকাপালা হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শাকপালা এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন। মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মিজানুর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা সাবেক আমীর মাওলানা আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শহীদুল ইসলাম, ১৩নং ওয়ার্ড জামায়াতের আমীর মতিউর রহমান, ১৪নং ওয়ার্ড জামায়াতের আমীর অধ্যাপক আবু হানিফ, মাওলানা আব্দুল ওয়াহাব প্রমুখ। গোলাম রব্বানী আরো বলেন, জামায়াতে ইসলামী এই দেশে ক্ষমতায় আসার জন্য রাজনীতি করে না, এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমরা চাই এই জমিনে আল্লাহর সকল বিধান পুরোপুরি ভাবে বাস্তবায়ন হবে। তখন এই দেশে শান্তি ফিরে আসবে। তিনি উপস্থিত সবাইকে কোরআনের ছায়াতলে এসে শামিল হওয়ার অনুরোধ জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০