স্টাফ রিপোর্টার : গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার (৩০ আগস্ট) রাতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। মিছিল শেষে ছাত্র-জনতা জেলা জাতীয় পার্টির অফিসের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ডা. সানি, নেহাল প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে।
এসময় তারা জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে আখ্যা দিয়ে জাতীয় পার্টির বিচার দাবি করেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। ফ্যাসিস্ট’র সহযোগী হিসেবে তাদেরও বিচার করতে হবে। জাতীয় পার্টি এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বক্তারা, নুরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
Please follow and like us:














