রংপুরে বৃষ্টিতে নগরীর সড়কে জলাবদ্ধতা

রংপুর জেলা প্রতিনিধি : এক ঘণ্টার টানা বৃষ্টিতে রংপুর নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার না থাকায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে টানা এক ঘণ্টা ধরে ভারি বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে রংপুর নগরীর অনেক এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

নগরীর টাউন হল, পাবলিক লাইব্রেরি মাঠ, কালেক্টরেট ঈদগাহ মাঠ, রংপুর সরকারি কলেজ রোড, জুম্মাপাড়া, আদর্শপাড়া, কামারপাড়া, বাবুখাঁ, কামাল কাছনা, মাহিগঞ্জ, বোতলা, মুলাটোল, মুন্সিপাড়া, গোমস্তপাড়া, খলিফাপাড়া, নগর মীরগঞ্জ, হোসেন বাজার, সর্দারপাড়া, মাষ্টারপাড়া, ঈদগাহপাড়াসহ অনেক পাড়া-মহল্লায় জলাবদ্ধতা তৈরি হয়। পরে বিকেলের মধ্যে পানি নামতে শুরু করে।

পানিবন্দি এলাকার বাসিন্দা আকতারুল জামান, মিলন ও হাসান রাসেল জানান, নগরীর পানি নিষ্কাশনের জন্য এখনও পর্যাপ্ত ড্রেন তৈরি হয়নি। যে ড্রেন তৈরি হয়েছে, সেগুলো রাস্তা থেকে উঁচু। যার কারণে পানি নিষ্কাশন হয় না উল্টো ড্রেনের পানি রাস্তায় আসে। এছাড়া পাড়া-মহল্লার ছোট ছোট খালগুলো ভরাট আর দখলদারিত্বের কবলে পড়ায় বৃষ্টি হলে জলাবদ্ধতা হয়ে উঠছে।

রংপুর সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। যোগদান করেই বিষয়টি দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০