বগুড়া নিউজ ২৪: ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে কেবল গাজা নগরীতেই প্রাণ হারিয়েছেন ৪৭ জন। এ ছাড়া ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।
রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা নগরী ছেড়ে শত শত ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ট্রাক, ভ্যান ও গাধার গাড়িতে হাতেগোনা সামান্য মালপত্র তুলে তারা এলাকা ছাড়ছেন।
নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকে দেইর আল-বালাহর কাছে বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাঁবু ফেলতে শুরু করেছে। এদের অধিকাংশই একাধিকবার ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।
আগস্টের শুরু থেকে ইসরায়েলি সেনারা টানা হামলা চালাচ্ছে গাজা নগরীতে। শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার লক্ষ্যেই এই অভিযান— এমন আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)।
এদিকে গত শুক্রবার ইসরায়েল জানায়, তারা নগরী দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরু করেছে এবং এটিকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করেছে।














