২রা সেপ্টেম্বর সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চের “বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব।সঞ্চালনা করেন জেএসডির সহ-দপ্তর সম্পাদক ফারহান হাবীব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভূইয়া,নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল,ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মাসুদুর রহমান মাসুদ কেন্দ্রীয় কমিটির সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আব্দুল্লাহ মহিউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, বিভিন্ন জায়গায় মবক্রেসি, বিচার বহির্ভূত হত্যাকান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু বিচার কামনা করেন। চলমান সংস্কার কার্যক্রমে গনতন্ত্র মঞ্চ সবসময় সরকারের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও সরকারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নেতৃবৃন্দ ২৪ এর গনঅভ্যুত্থানে পরাজিত শক্তির বিচার কার্যক্রমকে এগিয়ে নেবার আহবান জানান। বর্তমান সংকট উত্তরনে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। একইসাথে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সকল দলকে দেশ ও জনগণের স্বার্থে দাবি-দাওয়া যতটুকু সম্ভব ছাড় দেয়ার আহবান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য প্রশাসনকে আরও দক্ষ করে গড়ে তোলা এবং জবাবদিহিতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
আপডেট টাইম : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১২ বার পঠিত

Please follow and like us:













