বগুড়ায় মাদকদ্রব্যসহ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বগুড়ায় র‌্যাব’র অভিযানে ২৮৫ গ্রাম গাঁজা ও ৪শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি আজিজুল হক সরকারকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে কাহালুর অঘোর মালঞ্চা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজিজুল হক ওই এলাকার আব্দুল হাকিম সরকারের ছেলে। র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদেরভিত্তিতে বগুড়ার রানীরহাট-দুর্গাপুর সড়কে কাহালু উপজেলার অঘোর মালঞ্চা এলাকায় জনৈক জাহাঙ্গীর আলমের বাড়ির সামনের সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় ২৮৫ গ্রাম গাঁজা ও ৪শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আজিজুল হক সরকারকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যাবহৃত একটি বাটন মোবাইল, একটি সিম এবং ৪৭০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে বগুড়ার কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১