সুনামগঞ্জে ভারতীয় গরু আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরের করাইবাড়ি থেকে ৮ টি ভারতীয় গরু আটক করা হয়। পরে ২৮ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, মাটিরাবন বিওপির অভিযানিক দল মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে অভিযান চালিয়ে ৮ টি ভারতীয় গরু আটক করে। যার মুল্য ৫,৬০,০০০/- (পাঁচ লাখ ষাট হাজার টাকা।)

এছাড়াও দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন থেকে আজ শুক্রবার দুপুরে বাঁশতলা বিওপি সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনি থেকে ১৫টি ভারতীয় গরু আটক করে। যার মূল্য ২০,৯০,০০০/- (বিশ লাখ নব্বই হাজার) টাকা। সর্বমোট ভারতীয় গরু ২৩-টি যার সিজার মূল্য ২৬,৫০,০০০/-(ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার) টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল জাকারিয়া কাদির বলেন, নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০