ভারতের ছত্র ছায়ায় আওয়ামী লীগের জন্ম হয়েছে-বগুড়ায় রিজভী

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড.রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি গণতন্ত্রকে সূর্যালোকে এনেছে। গণতন্ত্রকে মুক্তি দিয়েছে। ফ্যাসিবাদের পদধ্বনি শোনার জন্য ৫ আগস্ট হয়নি। আমরা জ¦লন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলাই যেতে চাইনা। বিএনপি বাংলাদেশের দল ভারত বা পাকিস্তান পন্থী কোন দল নয়। ভারতের ছত্র ছায়ায় আওয়ামী লীগের জন্ম হয়েছে একারনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, বিগত ১৬ বছর বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, অমানুষিক নির্যাতন করা হয়েছে তার পরও বিএনপির কোন নেতাকর্মী পালিয়ে কোথাও আশ্রয় নেয়নি। রিজভী বলেন, শেখ মুজিবের সময়েও খুন গুম হত্যাকান্ড শুরু হয়েছিলো। অনেকের নাম শুনে মানুষ ঘর থেকে বের হতে সাহস পায়নি। শেখ মুজিব গণতন্ত্র হত্যা করেছিলো। জাসদের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলো। সিরাজ সিকদারকে হত্যা করে জাতীয় সংসদে উল্লাস করেছিলো। জুলাই আন্দোলনে শিশু, কিশোর, যুবক, ছাত্রকে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে হাসিনা।

তিনি আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিদকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র এড. মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, মাহবুবুল ইসলাম, সাবেক এমপি আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন প্রমুখ।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবর রহমান হারেজ, ফজলুল বারী তালুকদার বেলাল, মোশারফ হোসেন, আহসানুল তৈয়র জাকির, মাফতুন আহমেদ খান রুবেল, এম আর ইসলাম স্বাধীন, ডা. শাহজাহান, ডা. মামুনুর রশিদ মিঠু, তৈহিদুল আলম মামুন, যুবদলের কেন্দ্রীয় নেতা, ডা. লোহানী, স্বেচ্ছাসেবকদলের ডা. জাহিদুল কবির, ছাত্রদল নেতা আব্দুল আওয়াল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুভ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহজাদী সাধারণ সম্পাদক নাজমা আকতার, নিহার সুলতানা তিথি,পলিন তালুকদার, জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক পলাশ, কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক এনামুল হক সুমন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মইনুল হক বকুল প্রমুখ।

আলোচনা সভায় রিজভী আরও বলেন, এই দেশকে করায়ত্ব করা হয়েছিলো একটি দেশের হয়ে থাকবে বলে। শেখ হাসিনা নামে ছিলো। দেশ চলতো অন্য দেশের প্রেসক্রিপশনে। এই দেশে কথা বলার স্বাধীনতা ছিলো না, নির্বাচন কমিশন হত্যা করা হয়েছিলো। দেখ হাসিনা দেশের মানুষের চাহিদা বোঝেনি। বুঝেছে ভারতের গোলামী। তিনি বলেন এই দেশ ও দেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন স্বাধীনতার ঘোষক জিয়া বাকশাল থেকে এই দেশকে মুক্ত করেছে। গনতন্ত্র ফিরে দিয়ে সংবাদ পত্রের স্বাধীনতা দিয়েছে। তিনি বলেন, জিয়ার ১৯ দফা ছিলো একটা মহা পরিকল্পনা।

তিনি দেশ শাসন করেননি। তিনি দেশ তৈরী করেছেন। তার অর্থনীতি, গ্রাম নীতি, পররাষ্ট্রনীতি ছিলো দুরদর্শী। তারেক রহমানের ৩১ দফা প্রযুক্তি ভিত্তিক একটি ব্যবস্থা। বিএনপিকে অনেক বার শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিলো কিন্তু তা হয়নি। বিএনপি অর্নিবান শিখার মত জ¦লছে। রেজভী আহমেদ বলেন, ১৯৭১ সালে একটি দল কি অবস্থান নিয়েছিলো তা এই দেশের মানুষ জানে। তারা পাকিস্থানী হানাদার বাহিনীকে সহায়তা করেছে।

বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আধুনিক গলতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেনা। একটি ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন নিয়ে সাইবার বুলিং করছে। তারা ধর্মের কথা বলে ইসলামের কথা বলে রাজনীতি করতে চায়।

এর আগে আলোচনার শুরুর আগে বগুড়া সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে শহীদ জিয়াকে নিবেদিত করে গান পরিবেশন করা হয়। এর আগে সকালে মৎস্যজীবী দলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত এবং স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বৃক্ষ রোপন করেন তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০