পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত

বগুড়া নিউজ ২৪: বোলারদের পর ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যে এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার ফোরের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। পক্ষান্তরে এ ম্যাচ হারা সত্বেও সুপার ফোরে খেলা সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি পাকিস্তানের। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। ভারতীয় পেসার হার্ডিক পান্ডিয়ার শিকার হয়ে গোল্ডেন ডাক মারেন ওপেনার সাইম আইয়ুব।

দ্বিতীয় ওভারে পাকিস্তান শিবিরে আঘাত হানেন ভারতের আরেক পেসার জসপ্রিত বুমরাহ। মোহাম্মদ হারিসকে (৩) বিদায় করেন  তিনি।

দলীয় ৬ রানে ২ উইকেট পতনের পর পাকিস্তানকে চাপমুক্ত করেন ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। তৃতীয় উইকেটে ৩৮ বলে ৩৯ রান যোগ করেন তারা। ১৭ রান করা জামানকে শিকার করে জুটি ভাঙ্গেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল।

এক ওভার পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকেও শিকার করেন প্যাটেল। ১২ বলে ৩ রান করে সালমান আউট হলে ৪ উইকেটে  ৪৯ রানে পরিণত হয় পাকিস্তান।

এরপর ১৩তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে পাকিস্তানের বড় সংগ্রহের আশা শেষ করে দেন স্পিনার কুলদীপ যাদব। হাসান নাওয়াজ ৫ ও মোহাম্মদ নাওয়াজকে গোল্ডেন ডাক মারেন।

৬৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পরও ফারহানের সাথে ১৯ ও শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ১৪ রানের জুটি গড়ে পাকিস্তানকে ১শ রানের কাছে নিয়ে যান ফাহিম আশরাফ। ফারহান ১টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৪০ এবং ফাহিম ১১ রানে থামেন।

শেষদিকে আফ্রিদির টনের্ডো ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের সম্মানজনক সংগ্রহ পায় পাকিস্তান। ৪টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৩ রান করেন আফ্রিদি। তার সাথে ২টি চারে ৬ বলে ১০ রান করেন সুফিয়ান মুকিম।

ভারতের কুলদীপ ৩টি, বুমরাহ ও প্যাটেল ২টি করে উইকেট নেন।

জবাবে অভিষেক শর্মার মারমুখী ব্যাটিংয়ে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে ভারত। তবে দলীয় ৪১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় টিম ইন্ডিয়া। অভিষেক ১৩ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩১ এবং শুভমান গিল ৭ বলে ১০ রান করে সাজঘরে ফিরেন।

তৃতীয় উইকেটে ৫২ বলে ৫৬ রানের জুটিতে ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। ৩১ বলে ৩১ রান করে আউট হন তিলক।

চতুর্থ উইকেটে সূর্য ও শিবম দুবের ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৫ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। সূর্য ৩৭ বলে ৪৭ এবং দুবে ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

পাকিস্তানের সাইম ৩৫ রানে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ১২৭/৯, ২০ ওভার (ফারহান ৪০, আফ্রিদি ৩৩*, কুলদীপ ৩/১৮)।

ভারত : ১৩১/৩, ১৫.৫ ওভার (সূর্য ৪৭*, অভিষেক ৩১, সাইম ৩/৩৫)।

ফল : ভারত ৭ উইকেটে জয়ী।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০