প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন শীর্ষ ৪ রাজনীতিবিদ

বগুড়া নিউজ ২৪: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন আগামী ২২ সেপ্টেম্বর। এবার তার সফরসঙ্গীর তালিকায় চারজন রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে দুজন বিএনপির, একজন জামায়াতে ইসলামীর এবং একজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা রয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডাকা সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধান উপদেষ্টার প্রতিনিধিদলে যে চারজন রাজনীতিবিদ থাকছেন, তারা হলেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

রাজনীতিবিদদের কেন সফরসঙ্গী করা হয়েছে, সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এমন একটি পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে দেশের সার্বিক পরিচালনার ভার রাজনীতিবিদদের কাছে যাচ্ছে। সেই বিবেচনায় আমরা তাদের প্রতিনিধিদলে রেখেছি।

তবে রাজনীতিবিদদের বাইরে প্রধান উপদেষ্টার বহরে মোট কতজন সফরসঙ্গী হবেন, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০