জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন শীপে বগুড়া জেলা দ্বিতীয় রাউন্ডে উন্নীত

ষ্টাফ রিপোর্টার: জাতীয় ফুটবল চ্যাম্পিয়শীপে বগুড়া জেলা দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে পরপর দুই ম্যাচে রাজশাহী জেলা দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে বগুড়া জেলা।

বুধবার বগুড়া ভেনুর খেলায় রাজশাহী জেলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিক বগুড়া জেলা ফুটবল দল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে রাজশাহীকে ২-১ গোলে পরাজিত করে বগুড়া জেলা।

ডিএফএ ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় বগুড়া জেলা দলের পক্ষে ৭৫ মিনিটের সময় ৯ নম্বর জার্সিধারী তানভীর একমাত্র গোলটি করেন। প্রথমার্ধের খেলায় উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও কোন দল গোল করতে পারেনি।

খেলা শুরুর পূর্বে বেলুন ফেস্টুন উড়িয়ে বগুড়া ভেন্যুর খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম ও বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন।

বগুড়া ডিএফ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা আবু হায়াত হিরুর সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাইন, সাবেক ফুটবলার মাকসুদুল আলম বুলবুল, শহিদুল ইসলাম স্বপন, আতিরুর রহমান আতিক প্রমুখ।

খেলা শেষে বগুড়া দলের খেলোয়াড় আল-আমিনের হাতে ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০