১৬ দিনে প্রবাসী আয় এলো ২০ হাজার ৪১০ কোটি টাকা

বগুড়া নিউজ ২৪: চলতি মাসের প্রথম ১৬ দিনে এক বিলিয়ন বা ১৬৭ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) দেশে এসেছে। স্থানীয় মুদ্রায় প্রায় ২০ হাজার ৪১০ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি জানান, সেপ্টেম্বরের ১৬ দিনে ১৬৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের চেয়ে যা ৩৭ কোটি ১০ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩০ কোটি ২০ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের ১৬ তারিখ পর্যন্ত ৬৫৭ কোটি ৩০ লাখ ডলার এসেছে। গত ২০২৪-২৫ অর্থবছরে যা এসেছিল ৫৪৪ কোটি ডলার। অর্থবছর হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে ১৩৩ কোটি ৩০ ডলার বেশি এসেছে। প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৮০ শতাংশ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আর সদ্য বিদায়ী আগস্টের পুরো সময়ে এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০