সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় থ্রিপিস, ওষুধ এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, চান্দুড়িয়া, কাকডাঙ্গা, ভোমরা, গাজীপুর, কুশখালী এবং হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চারাবাড়ি নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ এবং কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বড়ালী নামক স্থান হতে ভারতীয় থ্রি-পিস জব্দ করে।

এছাড়া চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চান্দুরিয়া মাঠ নামক স্থান হতে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার দক্ষিণ কাকডাঙ্গা ও মজুমদার খাল নামক স্থান হতে, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঘোষপাড়া নামক স্থান হতে, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ইউনুসের ঘের নামক স্থান হতে এবং বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ছয়লাখ ৪৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০