জাতীয় চ্যাম্পিয়নশীপে নওগাঁ দল জয়ী

নওগা প্রতিনিধি: দেশজুড়ে নতুন করে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫।

জাতীয় চ্যাম্পিয়নশীপে বুধবার বিকেলে নওগাঁ স্টেডিয়ামে নওগাঁ জেলা ও জয়পুরহাঁট জেলা মুখোমুখি হয়। ম্যাচে নওগাঁ জেলা দল ৪-১ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে। প্রথমার্ধে নওগাঁ জেলা দল ৩-১ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে স্বাগতিক নওগাঁ আরো এক গোল দেয়। হাজারো দর্শক খেলা উপভোগ করেন। নওগাঁর পক্ষে মাসুম ২টি, আলাল ও সালেহ করেছেন ১টি করে গোল। এছাড়া জয়পুরহাট দলের পক্ষে নুরুজ্জমান এক গোল পরিশোধ করেন।

এর আগে ম্যাচের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জয়পুরহাট জেলার ক্রীড়া সংগঠক ফায়সাল আলীম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিজয়ী নওগাঁ জেলা দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করেন। বিজয়ী দলের মাসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জাতীয় চ্যাম্পিয়নশীপের মাধ্যমে প্রতিটি জেলা তাদের দল গঠন করবে, ভালো খেলোয়াড়দেরকে খুঁজে নিয়ে আসবে এবং তারা জাতীয় পর্যায়ে ক্রীড়া নৈপুণ্য দেখানোর সুযোগ পাবে।

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই আসরে দেশের ৬৪টি জেলা দলই অংশগ্রহণ করবে। প্রাথমিক রাউন্ডে ৬৪ জেলা আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০