বগুড়া নিউজ ২৪: রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় চারজন নিহত হয়েছে। আজ শনিবার রাশিয়ার স্থানীয় গভর্নর এ তথ্য জানান। অন্যদিকে কিয়েভ জানিয়েছে, ইউক্রেনে গতরাতে শত-শত রুশ ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সোশ্যাল মিডিয়ায় গভর্নর ব্যাচেস্লাভ ফেদোরিশচেভ জানান, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত রাতে শত্রুপক্ষের (ইউক্রেনীয়) ড্রোন হামলায় চারজন নিহত হয়েছে।
অন্যদিকে রুশ হামলায় ইউক্রেনে একজন নিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে।
Please follow and like us:














