ষ্টাফ রিপোরর্টার: বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আঞ্চলিক স্কুল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সুইমিংপুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতা শুরু হয়।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলী মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. তোছাদ্দেক হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ আব্দুল ওয়াহেদ সরকার ও বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ৰিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. শাহাব উদ্দিন সৈকত, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল ও মমিনুর রশিদ শাহিন, এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম শহীদ এবং বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফজলে রাব্বি।
প্রতিযোগিতায় বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। ফলাফলে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় ৰিট মডেল স্কুল অ্যান্ড কলেজের ইসরাত জাহান বর্ষা এবং বালক বিভাগে একই বিদ্যালয়ের নিরব হোসেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Please follow and like us:














