আপডেট টাইম : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৫৪ বার পঠিত
বগুড়া নিউজ ২৪: শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয়—এটা যেন বাংলাদেশের ফুটবলের এক নিয়মিত চিত্র ছিল। সেই চিত্রটাই আজ বদলে ফেলেছিল অনূর্ধ্ব-১৭ ফুটবলাররা। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে একদম শেষ মুহূর্তে ভারতকে গোল দিয়ে সমতায় ফেরে। কিন্তু ২-২ গোলে ড্র করেও বিজয়ের হাসি হাসা হয়নি বাংলাদেশের।
দুর্দান্ত কামব্যাকের গল্প যে টাইব্রেকারে মাটি হয়ে গেছে। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধা হেরেছে বাংলাদেশ। ভারতের ৪ সফল শটের বিপরীতে তিনটি নিয়ে প্রথম দুটিতে গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। তাতে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ হয়ে মাঠ ছাড়তে হয়।
ভারতের বিপক্ষে প্রতিশোধ আর নেওয়া হলো না বাংলাদেশের।
Please follow and like us: