শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আলোচিত চিকিৎসক ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সহ-সভাপতি ডা. সাবরিনা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
জিসাসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতারা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানোর জন্য সমবেত হন। এ সময় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক রেজাউদ্দোলা চৌধুরী, জিসাস সভাপতি মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতেই সাবরিনা ফুল নিয়ে সমাধি প্রাঙ্গণে প্রবেশ করলে ছাত্রদল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নেতৃত্বে তারা ‘আওয়ামী দোসর’ ও ‘করোনা টিকা কেলেঙ্কারি’ ইস্যুতে স্লোগান দেন। এক পর্যায়ে তাকে সমাধি প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়।
এ বিষয়ে ডা. সাবরিনা বলেন, ছাত্রদলের যারা আমাকে বাধা দিয়েছে তারা আমার ছোট ভাই। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি মনে করি তারা ভুল করেছে, একদিন সেই ভুল ভাঙবে।
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সরকারি চাকরিতে থাকাকালীন সময়ে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। সেই সময়কার একটি ছবিকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি দাবি করেন, বিএনপি পরিবারের সঙ্গেই তার সম্পর্ক। তার দাদি খালেদা রব্বানী চারবারের সংসদ সদস্য ছিলেন এবং তার চাচাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
সাবরিনা আরও বলেন, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি তার ভবিষ্যৎ রাজনৈতিক পথচলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।














