বগুড়া শজিমেক হাসপাতালে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা জোরদারকরণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে হাসপাতাল কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন শজিমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসীন।

উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, উপাধ্যক্ষ ডা. আবু হেনা মোস্তফা কামাল, জেলা প্রশাসক হোসনা আফরোজা এবং পুলিশ সুপার জেদান আল মুসা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া শাখার সভাপতি ডা. আজফারুল হাবিব রোজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া বিএমএ শাখার সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক ডা. এস এ ওয়াহেদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, ডা. মোসলেহ উদ্দিন হায়দার রাসেল, ডা. আবির হাসান দ্বীপ, ডা. আমিনুর রহমান হিরা প্রমুখ।

সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবা, নিরাপত্তা ব্যবস্থাপনা, রোগী ও স্বজনদের সহযোগিতা এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ তার বক্তব্যে বলেন, হাসপাতাল একটি সেবা প্রতিষ্ঠান, এখানে রোগীর নিরাপত্তা, চিকিৎসকদের কর্মপরিবেশ এবং সার্বিক শৃঙ্খলা রক্ষা করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভায় উপস্থিত কর্মকর্তারা হাসপাতালের নিরাপত্তা ও জনসেবার মান উন্নয়নে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০