বগুড়া নিউজ ২৪: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি দেড় বছর আগে তার স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। গণমাধ্যমে সরাসরি জানিয়েছিলেন, চেষ্টা করেছিলাম, হয়নি, তাই আলাদা হয়ে গেছি। এরপর আর একসঙ্গে দেখা যায়নি এই তারকা দম্পতিকে। তবে এবার মাহি জানালেন, তাদের বিচ্ছেদ হয়নি, তারা এখনো বিবাহিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাহির একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি সাবেক স্বামী হিসেবে পরিচিত রাকিব সরকার ও তাদের সন্তান ফারিশের সঙ্গে রয়েছেন। ছবিটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে কৌতূহল জাগে- আবার কী তারা এক হয়েছেন?
এ নিয়ে মুখ খুলেছেন মাহি নিজেই। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, আমরা এখনো নিয়মিত যোগাযোগ রাখছি।
তিনি আরও জানান, ছবিটি আমরা ভারতের এক সফরে তুলি, তখন প্রকাশ করা হয়নি। সম্প্রতি দেখলাম উইকিপিডিয়ায় আমাদের ডিভোর্স লেখা, তাই ভুল বোঝাবুঝি দূর করতেই ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও এখনো লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার।
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। পাঁচ বছর পর সেই সংসারের ইতি টানেন। এরপর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। বছর দেড়েক আগে মাহি জানিয়েছিলেন রাকিবের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ হয়েছে। যদিও এবার জানালেন- সেটি শুধুই রাগের বহিঃপ্রকাশ ছিল।
রাকিবের প্রশংসা করে মাহি বলেন, রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন আর ওরটা আলাদা, দ্যাটস ইট। তবে ও ফারিশের ব্যাপারে ভীষণ কেয়ারিং বাবা। আমাদের সম্পর্ক না থাকলেও, ফারিশের প্রয়োজন নিয়ে নিয়মিত কথা হয়।
বর্তমানে মাহি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তবে রাকিব কোথায় আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। শোনা যাচ্ছে, তারা পেশাগত নানা কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এদিকে মাহি কাজ করছেন তার নতুন চলচ্চিত্র ‘অন্তর্যামী’ নিয়ে, যা প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। নির্মাণ করছেন পরিচালক সৈকত নাসির। বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে হবে সিনেমাটির শুটিং। চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হবে মাহিয়া মাহি ও ৯ বছর বয়সী এক শিশুশিল্পী মাবশুকে ঘিরে, যিনি ‘অন্তর্যামী’ হিসেবে থাকবেন বিশেষ ভূমিকায়।













