১৯৪৯ সালের পর চীনে সবচেয়ে বড় স্বর্ণ খনির সন্ধান

বগুড়া নিউজ ২৪: ১৯৪৯ সালের পর প্রথমবারের মতো সবচেয়ে বড় একক স্বর্ণ ভান্ডারের সন্ধান পেয়েছে চীন। শুক্রবার দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দাদোংগো স্বর্ণ খনিতে স্বর্ণের মজুত রয়েছে এক হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খনিটির অর্থনৈতিক সম্ভাব্যতা মূল্যায়নও সম্পন্ন হয়েছে, যা উন্নয়ন কাজ শুরুর পথ প্রশস্ত করেছে। দাদোংগো খনিকে একটি অতিবৃহৎ ও উন্মুক্ত খনি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার ওপরে থাকা এলাকাজুড়ে প্রায় ২.৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে। প্রতি টন আকরিক থেকে গড়ে পাওয়া যাবে ০.৫৬ গ্রাম স্বর্ণ।

প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১৫ মাসের অনুসন্ধানের মধ্যেই এই বিশাল স্বর্ণ ভান্ডার চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই দ্রুত অনুসন্ধান পদ্ধতি ভবিষ্যতে স্বল্পমেয়াদি ও উচ্চমানের খনিজ জরিপের নতুন মডেল হিসেবে বিবেচিত হয়ে উঠতে পারে। সূত্র : আনাদোলু

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১