রাশিয়ায় যাত্রীবাহী বিমানের জরুরি অবতরণ, আহত ২৩

রাশিয়ায় ২৩৩ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান এক ঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খাওয়ার পর মস্কোর উপকণ্ঠে একটি শস্যক্ষেতে জরুরি অবতরণ করেছে

বৃহস্পতিবারের ঘটনায় ২৩ জন আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়

ইউরাল এয়ারলাইরন্সের এয়ারবাস ৩২১ ক্রিমিয়ার সিম্ফারোপোল যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় এটি জরুরি অবতরণে বাধ্য হয়

বিকল ইঞ্জিন নিয়ে ল্যান্ডিং গিয়ার ছাড়াই বিমানটির শস্যক্ষেতে অবতরণ করার ঘটনাকে গণমাধ্যমে বলা হচ্ছেঅলৌকিক

বিমানটির পাইলটকে এরই মধ্যে একটি ট্যাবলয়েড পত্রিকাবীরতকমা দিয়েছে। বলা হয়েছে, তিনি দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করিয়ে ২৩৩ টি জীবন বাঁচিয়েছেন

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আর উড়তে পারবে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে

ওদিকে, বিমানটির এক যাত্রী রাষ্ট্রীয় টিভিতে বলেন, “বিমানটির ওড়ার পরই ভয়ঙ্করভাবে কাঁপছিল। সেকেন্ড পর বিমানের ডানদিকে লাইট দপদপ করে জ্বলে উঠতে শুরু করে। পোড়া গন্ধ আসতে থাকে। তারপর বিমানটি অবতরণ করে এবং সবাই দৌড়ে পালায়।

বিমানের যাত্রীদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে জন শিশু বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০