দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি

দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি ও ঝড়সহ বজ্রবৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিতে আমের মুকুলের বেশ ক্ষতি হয়েছে।

গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। শিলাবৃষ্টিতে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে  রাজধানীর বিভিন্ন অংশে গতকাল রাতে ঝড়বৃষ্টি হলেও শিলাবৃষ্টির খবর পাওয়া যায়নি।

আগামী শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর পাশাপাশি হতে পারে শিলাবৃষ্টিও।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে ২৫ মিলিমিটার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১