পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মমতাজ বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ঢাকায় নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। মমতাজ বেগম পিরোজপুর সদর উপজেলার তেজদাশকাঠী গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী।
নিহতের ভাসুরের ছেলে মিলন শেখ জানান, গত বুধবার মমতাজ বেগম জ্বর নিয়ে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পরে দেখা যায় তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মমতাজের শারীরিক অবস্থার অবণতি হলে গত সোমবার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে চিকিৎসার পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। গতকাল শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মমতাজ বেগমেকে ঢাকা নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
Please follow and like us:














