বেরোবিতে ৩ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ও অবমাননার অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ও বেরোবি ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাইনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাজহাট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার অপর দুজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুব্রত ঘোষ ও ফিরোজ মিয়া।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার এলাহী হলে ভাঙচুর এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে শুক্রবার (২৩ আগস্ট) মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া। এ মামলায় ফয়সাল আজম ফাইনকে প্রধান আসামি করে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আসামি করে মামলা দায়ের করা হয়।

তাজহাট থানার অফিসার ইনচার্জ শেখ রোকনুজ্জামান বলেন, মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০