ফ্রান্সে শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা: ৪ স্কুল শিক্ষার্থী আটক

ফ্রান্সে মহানবী ক্লাসে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) –এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী শিক্ষক স্যামুয়েল প্যাটিকে শিরশ্ছেদ করে হত্যার ঘটনায় চার স্কুল শিক্ষার্থীসহ ১৫ জনকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে হত্যাকারীর পরিবারের চারজন সদস্য রয়েছে বলেও জানা গেছে।

সোমবার শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যার ঘটনায় সন্দেহভাজনদের আটকের জন্য কমপক্ষে ৪০টি বাড়িতে তল্লাশি চালায় ফ্রান্সের পুলিশ। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজনদের আটকের জন্য আরো তল্লাশি চালানো হবে।

এদিকে শিক্ষকে শিরশ্ছেদ করে হত্যার ঘটনায় ফ্রান্সজুড়ে প্রতিবাদ হয়েছে। রোববার প্যারিস, লিয়ঁ, মার্সেইসহ ফ্রান্সের বহু শহরেই প্রতিবাদকারীদের ঢল নামে। আগামী বুধবার প্যারিসের সরবনে ইউনিভার্সিটীতে শিক্ষক প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্য়ারিসের রাস্তায় গত শুক্রবার ইতিহাসের নিহত শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ‘আল্লাহু আকবর’ বলে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০