শেষমেশ বিচ্ছেদটা হয়েই গেল মেগান ফক্স আর ব্রায়ান অস্টিন গ্রিনের। এর ভেতর দিয়ে ১৬ বছরের সম্পর্কের ইতি ঘটল। ইতিমধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন ট্রান্সফরমারখ্যাত হলিউড তারকা মেগান।
তাঁর নতুন প্রেমিকের নাম মেশিন গান কেলি। পেশায় মার্কিন র্যাপার। বয়সে মেগানের চেয়ে ৪ বছরের ছোট। মেগান ৩৪, কেলি ৩০। মেগান গ্রিনের দ্বিতীয় স্ত্রী ছিলেন, আর মেগানের দ্বিতীয় স্বামী হওয়ার পথে কেলি।
Please follow and like us:














