মুক্তি পাচ্ছে তানজিন তিশা অভিনীত প্রথম ওয়েব সিরিজ

নিজের সৌন্দর্য নিয়ে দুর্ভাগ্যের শিকার এক মেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ। নাম ‘শিকল’। থ্রিলার ও নাটকীয়তায় ভরা ‘শিকল’ শিরোনামের নতুন এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

এটি আগামী বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) থেকে রেড ডিজিটালের ওটিটি প্লাটফর্ম বিঞ্জের পর্দায় দেখা যাবে। এর মাধ্যমে ওয়েব সিরিজে প্রথমবারের মতো কাজ করলেন তিশা।

শিকলে অত্যন্ত সুন্দর এক মেয়ের দুর্ভাগ্যে ভরা জীবনের গল্প তুলে ধরা হয়েছে। নন্দিনী নামের এক মেয়ের সংগ্রাম, প্রেম, প্রলোভন এবং দুর্ভাগ্য এই গল্পের মূল বৈশিষ্ট্য। নানা রকম নেতিবাচক ঘটনার কারণে এক সময় নিজের সৌন্দর্যকেই শত্রু মনে করে মেয়েটি।

ভিন্নধর্মী এই ওয়েব সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। এছাড়া শতাব্দী ওয়াদুদসহ আরো অনেকে রয়েছেন।

প্রায় ১৪৫ মিনিটের এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন মুশফিকুর রহমান মঞ্জু। সিরিজটি ১৩ বছরের উপরে সব বয়সীরাই দেখতে পারবেন বলে জানান তিনি।

এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০