ইরাকে ইরানপন্থী মিলিশিয়ারা সাম্প্রতিক সপ্তাহগুলিতে ব্যাপকভাবে সক্রিয় এবং বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাস লক্ষ্য করে তারা বেশ কতগুলি রকেট হামলা চালিয়েছেI প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাধিমি, তাঁর কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাসহ বাগদাদের বেশ কয়েকটি সংঘাতপীড়িত এলাকা সফর করেন এবং সাধারণ নাগরিকদের সঙ্গে কথাবার্তা বলেনI
শিয়া মিলিশিয়া যোদ্ধা, হোসাম জারজয়ী’র গ্রেফতারের প্রতিবাদে ‘আসাইব আহাল আল হক’ মিলিশিয়া বাহিনীর প্রধান, কাইস আল কাজালি তার মুক্তির দাবিতে বাগদাদে সন্ত্রাসী হামলা জোরদার করেছেI
Please follow and like us:














