ড্রেনে পড়ে আছে ইঞ্জিনিয়ারের মরদেহ, উদ্ধার করল পুলিশ

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস টিঅ্যান্ডটি কলোনি থেকে মীর আফতাবুল ইসলাম সুমন (৪৮) নামে এক প্রকৌশলীর (ইঞ্জিনিয়ার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হাতিরঝিল থানার এসআই শরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, রোববার সকালে বড় মগবাজার টিঅ্যান্ডটি কলোনির ভেতর একটি চারতলা বাড়ির সামনে থেকে গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ঢামেক সূত্রে জানা গেছে, মরদেহের কোমরে এবং পেটে আঘাতের চিহ্ন ছিল। সুমন বিটিসিএলের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ওয়্যারলেস টিঅ্যান্ডটি কলোনির এফ-৬ নম্বর বাসায় স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে নিয়ে থাকতেন তিনি।

নিহতের স্বজনরা জানিয়েছেন, রোববার ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফেরেননি সুমন। সকালে বাসার পাশে একটি ড্রেনে তার মরদেহ দেখতে পান পথচারীরা। সকাল পৌনে ৮টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তাদের অভিযোগ, সুমনের কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০