বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বগুড়া ডেস্কঃ পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (পিইউবি ’র বিজ্ঞান ক্লাব এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে  শনিবার বগুড়ার গোকুলে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে “পরিবেশ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক, যুগ্ম সচিব মোঃ নূরুল আলম। মুল কি-নোট উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. এম আফজাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সভাপতি ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর মোঃ মমিনুল হক। নতুন প্রযুক্তি ব্যবহার এবং বিজ্ঞান ক্লাবের কার্যক্রম বিষয়ে প্রেজেন্টেশন করেন পিইউবি‘র বিজ্ঞান ক্লাবের সদস্য শেখ মোহাম্মাদ মুহিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, চীফ ট্রাস্টিজ এক্সিকিউটিভ ডাঃ মোঃ মতিউর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর এম.রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ‘র শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম আজাদ-উদ-দৌলা প্রধান। সেমিনারে বক্তারা বলেন খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রযুক্তি ব্যবহার দরকার আবার বেশী প্রযুক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয়। এই দু’য়ের মধ্যে সামঞ্জস্য সাধন করেই আমাদের এগিয়ে যেতে হবে। ইউরোপে প্রথম শিল্প বিপ্লব সাধিত হয় কয়লা চালিত ইঞ্জিন আবিস্কারের মাধ্যমে এর ফলে অধিক কার্বন নির্গমন দ্বারা পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হয়। বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের সময়ে প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষ সাধনের মাধ্যমে কার্বন নিগর্মন সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনে পরিবেশের উৎকর্ষ সাধন ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। তারা আরও বলেন বিজ্ঞানের মাধ্যমে জ্ঞান অর্জন করে সমাজের অন্ধকার ও কুসংষ্কার দূর করতে হবে। উল্লেখ্য, সেমিনারের আগে অতিথিগণ শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট স্টল পরিদর্শন করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০