ব্রিটেনের রানির মুকুটের দাম কত?

বগুড়া নিউজ ডেস্কঃ রাজপ্রাসাদ থেকে শুরু করে রাজপরিবারের প্রতিটা আসবাবের কারুকার্য চোখ ধাঁধানো। ব্রিটেনের রানির মাথায় ঐতিহ্যবাহী যে মুকুট থাকে, সেটি দেখতে যেমন চোখ ধাঁধানো, দামেও তেমনি চড়া।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হীরা, কালিনান এই রাজমুকুটে শোভা পায়। থমাস কালিনান দক্ষিণ আফ্রিকার খনি থেকে এই হীরা উদ্ধার করেন। সে সময় দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ আধিপত্য ছিল। উদ্ধার হওয়া হীরা লুঠ করে নিয়েছিলেন সপ্তম এডওয়ার্ড।

ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের আগে ১৯১০ সালে এই হীরার অংশ মুকুটে লাগানো হয়েছিল। মুকুটে লাগানো এই কালিনান হীরার মূল্য সাড়ে ৫২ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৭১২ কোটি রুপি, আর বাংলাদেশি টাকায় এর দাম ৪,৪৬২ কোটি টাকা!

সব মিলিয়ে পুরো মুকুটটার মূল্য ৩০ হাজার কোটি টাকার মতো!

এই হিরার নয়টি টুকরো করা হয়েছে। তার মধ্যে দুটো টুকরো মুকুটে লাগানো হয়েছে। বাকি সাতটা ব্রিটিশ রানির ব্যক্তিগত সংগ্রহশালায় শোভা পাচ্ছে।

মুকুটটির প্রতিটা অংশের আলাদা মূল্য রয়েছে। এতে রয়েছে সাতটা নীলকান্ত মণি, যার মূল্য ২১ লাখ ৪২ হাজার ডলার। ২৬টা টুরমালিন রয়েছে মুকুটে, যার মূল্য প্রায় সাড়ে তিন হাজার ডলার।

মুকুটের বেশি ভাগ অংশ সোনা দিয়ে তৈরি। ২২ ক্যারাটের সোনা রয়েছে এতে, মূল্য প্রায় ৮৭ হাজার ডলার।

মুকুটটি বর্তমানে রাখা রয়েছে টাওয়ার অব লন্ডনে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০