জব্দই থাকছে জি কে শামীমের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব

বগুড়া নিউজ ডেস্কঃ বিতর্কিত ঠিকাদার ও যুবলীগ থেকে বহিষ্কৃত জি কে শামীমের পরিচালিত জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের জব্দ করা ব্যাংক হিসাব খুলে দেওয়ার আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ২০ সেপ্টেম্বর জি কে শামীমকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় নগদ এক কোটি ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬৫ কোটি টাকার এফডিআর পাওয়া যায়, যার মধ্যে তার মায়ের নামে ১৪০ কোটি ও নিজের নামে ২৫ কোটি টাকা রয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক তিনটি মামলা করা হয়। পরে তার নিজের নামে ও কোম্পানির নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট ইউনিটের (বিএফআইইউ) আবেদনে এসব ব্যাংক হিসাব জব্দ করা হয়।

এই হিসাব খুলে দেওয়ার জন্য আবেদন করা হয় কিন্তু আবেদনটি যথাযথভাবে করা হয়নি বলে আদালত উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০