চুলের কাট ‘খারাপ দেখলে’ আটক করবে পুলিশ!

বগুড়া নিউজ ডেস্কঃ চুলের কাট ‘খারাপ দেখলে’ কমবয়সী ছেলেদের আটক করবে পুলিশ। অভিভাবককে করা হবে তলব । মুচলেকা দিয়ে মিলবে মুক্তি। এছাড়া কমবয়সী ছেলে কিংবা শিক্ষার্থীদের মোটরসাইকেল চালাতে অভিভাকদের সতর্কও করে দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, শহরে কমবয়সী ছেলেদের মধ্যে যারা মোটরসাইকেল চালায় তাদের বেশিরভাগ ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজ নেই। আপনার টাকা হলো ছেলেদের মোটরসাইকেল কিনে দিবেন তা ঠিক না।

রবিবার দুপুরে পুলিশ সুপার মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, কমবয়সী যারা রাস্তায় মোটরসাইকেল চালাবে তাদের পরিবারকে পুলিশ তলব করবে। আমার একশন হবে জনগনের স্বার্থে। রাত ৯টার পর রাস্তায় আড্ডা দেয়া যাবে না। চায়ের স্টলে আড্ডা দেয়া যাবে না। ফার্মেসি, বিপনীবিতান, মুদি দোকান খোলা থাকবে। কোনো অবৈধ জিনিস বা অবৈধ যানবাহন না থাকলে গভীর রাতে চলাচল করতে পারবে পথচারী। কেবল সন্দেহভাজনদের চেক করা হবে।

আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০