বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ ডাকটিকিট অবমুক্ত করা হয়। বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছে বাংলাদেশ ডাক বিভাগ। এছাড়াও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করা হয়েছে এবং একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন—ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. নূর-উর রহমান, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রসহ অন্যান্য কর্মকর্তারা। সোমবার থেকে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রয় করা হচ্ছে। পরে অন্য জিপিও/প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘর থেকে এ স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১