মাহাথিরের আমন্ত্রণে মালয়েশিয়ায় গেলেন রুহানি; আগামীকাল সম্মেলন

বগুড়া নিউজ ২৪ঃইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ (বুধবার) রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মাদের আমন্ত্রণে সেদেশ সফর করছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট ‘কুয়ালালামপুর সামিট’ নামের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। মুসলিম বিশ্বের পরিস্থিতি পর্যালোচনা করতেই মাহাথির মোহাম্মাদ এ সম্মেলনের আয়োজন করেছেন।

এই আন্তর্জাতিক সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ছাড়াও ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি অংশ নেবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এ সম্মেলনে অংশ নেয়ার কথা থাকলেও গতকাল জানিয়েছেন, তিনি সম্মেলনে অংশ নিতে পারছেন না। ্এছাড়াও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জুকো উইদোদো এই সম্মেলনে অংশ নিতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। অন্যান্য মুসলিম দেশও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি পাঠাবে এই সম্মেলনে। সৌদি সরকার প্রথম থেকেই কুয়ালালামপুর সামিট-কে ভালোভাবে দেখছে না বলে জানা গেছে। সৌদি আরব মনে করছে, এই সামিট মুসলিম বিশ্বে রিয়াদের প্রভাব আরও হ্রাস করবে। সৌদি আরব প্রচার চালিয়েছে, মালয়েশিয়া ওআইসি’র বিকল্প শক্তি গড়ে তুলতে চাইছে। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ এ ধরণের খবরের সত্যতা অস্বীকার করেছেন। আগামীকাল থেকে এ সম্মেলন শুরু হয়ে চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১