লড়াই ছাড়া মুক্তি মিলবে না: মান্না

বগুড়া নিউজ ২৪ঃ নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এই দুর্নীতিবাজ, অপদার্থ, অদক্ষ সরকারের হাত থেকে রক্ষা পেতে হলে রাজপথে নামতে হবে। রাজপথে লড়াই ছাড়া আমাদের মুক্তি হবে না।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জহুর হো‌সেন চৌধুরী হ‌লে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা একটা বিজয় অর্জন করেছিলাম এটা ঠিক, কিন্তু এই বিজয় কি অর্থ বহন করে, এটা বোঝা দরকার। সব লড়াইয়ের একটাই উদ্দেশ্য থাকে ‘ভালো থাকা’, সুন্দর স্বাধীনভাবে বেঁচে থাকা। বিজয়ের ৪৮ বছর পরে আমরা কি পেয়েছি? কোন কিছুই পাইনি! একটা সরকার ১১ বছর ধরে ক্ষমতায় আছে কিন্তু কেউ তার প্রশংসা করে না। দেশের জনগণ তাদের সরকার বলে মানতে চায় না। দেশে গুম, খুন, হত্যা, নারী নির্যাতন প্রতিনিয়তই ঘটছে, কোন কিছুরই নিরাপত্তা নাই।’

তিনি আরও বলেন, ‘সরকার দলীয়রা বলে আমরা এত এত উন্নয়ন করেছি। বাস্তবে কোন কিছুরই উন্নতি হয়নি, উন্নতি হয়েছে শুধু পেঁয়াজের দামের। দেশের অর্থনীতি আজ প্রায় পঙ্গুত্বের মত। সকল কৃষিজাত পণ্যের দাম বেশি কিন্তু, লাভবান হচ্ছে না কৃষক। কৃষকদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে সরকারদলীয় সিন্ডিকেটকারীরা। এই সরকারের সবখানে তাদের ব্যর্থতার ইতিহাস, দেশ এবং আন্তর্জাতিকভাবে কোন গ্রহণযোগ্যতা পাচ্ছে না।’

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আর জনপ্রিয় দল বিএনপি। একজন নিরাপরাধ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে।অথচ তার মু‌ক্তির কোন পাথই হ‌চ্ছে না।

‌বিএন‌পির নেতাকর্মী‌দের উ‌দ্দেশ্য মান্না ব‌লেন, ‘বেগম খা‌লেদা জিয়া ২ বছর ধ‌রে কারাগা‌রে আ‌ছে। এই সরকার ১১ বছর ধ‌রে ক্ষমতায় আ‌ছে যেনতেন ভা‌বে দেশ চালা‌চ্ছে। কিন্তু আপনারা কিছুই কর‌তে পার‌ছেন না।’

‘আ‌মি য‌দি এ কথা ব‌লি- আপনারা বল‌বেন আপ‌নি কি কর‌ছেন। আ‌মি আর কি কর‌তে পা‌রি, আমার দল ছোট, আমার কাধ ছোট তাই আমার দায়ভারও কম, ত‌বে আপনারা (বিএনপি) বড় দল, কাধ বড় আপনা‌দেরই, তাই আপনাদেরই আগে এ‌গি‌য়ে আস‌তে হ‌বে। আমরা যে আস‌বো না তা নয়। আ‌মি বল‌তে চাই- আপনা‌দের যা ক্ষমতা আ‌ছে তা দি‌য়ে আ‌ন্দোলন ক‌রেন। আমার যা আ‌ছে তা দি‌য়ে ক‌রি। নিজ নিজ অবস্থান থে‌কে লড়াই কর‌তে হ‌বে ঐক্য বদ্ধভা‌বে। কারণ, আন্দোলন ছাড়া আমাদের মুক্তি নেই।’

এলডিপির সাধারণ সম্পাদক ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইসমাঈল হোসেন বেঙ্গল প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১