বগুড়া নিউজ ২৪ঃ উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সেই ভুইয়াগাঁতী ব্রিজটির প্রায় ৩ ফিট দেবে গেছে। এ ব্রীজের উভয়পাড় পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার বিকেলে ব্রিজটি দেবে যাওয়ায় ওই সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সন্ধা থেকে ওই উপজেলার পাঙ্গাসী হয়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে ধীরগতিতে। স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ ধরে ঢাকা-বগুড়া মহাসড়কের উন্নতিকল্পে ফোর লেনের কাজ শুরু করেছে সওজ বিভাগ। প্রায় ৭০ বছরের পুরাতন ওই ব্রিজের পাশ দিয়ে বাইপাস রাস্তা নির্মাণ না করে নতুন ব্রিজ নির্মাণ কাজ চলছে। এতে ওই পুরাতন ব্রিজের পাশ থেকে মাটি উত্তোলণ করায় ও দীর্ঘদিন যাবত মেরামত অভাবে ব্রিজটি ভেঙে পড়ার উপক্রম দেখা দেয়। ঝুকিপূর্ণ ওই ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল অব্যাহত থাকায় বিকেলে ব্রিজটি প্রায় ৩ ফিট দেবে যায়।
এ কারণে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পুলিশ নিয়ন্ত্রনের মাধ্যমে ওই বিকল্প পথ দিয়ে উত্তরবঙ্গ-ঢাকা দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল শুরু হয়। এতে বিশেষ করে বাস যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়ে সিরাজগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল প্রামানিক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুরাতন ব্রিজটি বিকেলে প্রায় ৩ ফিট দেবে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্রিজের পশ্চিমপাশ দিয়ে বিকল্প রাস্তা নির্মাণ কাজ চলছে। ২/১ দিনের মধ্যে এই বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলবে বলে তিনি উল্লেখ করেন।