আইপিএলের নিলামে ঝড় তোলা পাঁচ ভারতীয়

বগুড়া নিউজ ২৪ঃ সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়েছে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। এ নিলামে ঝড় তোলেন প্যাট কামিন্স-ম্যাক্সওয়েলদের মতো বিদেশী ক্রিকেটাররা। সে তুলনায় ভারতীয় ক্রিকেটাররা ততটা আলোচনায় আসেনি। মূলত অধিকাংশ ভারতীয় তারকা ক্রিকেটাররা নিলামের আগেই দল পেয়ে যাওয়ায় বাকিদের চড়া মূল্যে কেনার আগ্রহ ফ্রাঞ্চাইজিদের ছিল না। আইপিএলের এবারের নিলামে বিক্রি হয়েছে ৩৩ জন ভারতীয় ক্রিকেটার। এরমধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন পীযূষ চাওলা। আসুন জেনে নিই, সবচেয়ে বেশি দামে নিলামে বিক্রি হওয়া ভারতীয় ক্রিকেটার কারা-

পীযূষ চাওলা- আইপিএলের এবারের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ভারতীয় ক্রিকেটার পীযূষ চাওলা। তাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। চাওলাকে কিনতে ধোনির দলকে খরচ করতে হয়েছে ৬ কোটি ৭৫ লাখ রুপি। ভারতের জার্সিতে ৪৫ টি-টুয়েন্টি খেলা এ লেগ স্পিনার ব্যাট হাতেও পারদর্শী।

বরুণ চক্রবর্তী- আইপিএলের এবারের নিলাম চমক দেখিয়েছেন বরুণ চক্রবর্তী। এ অলরাউন্ডারের ভারতের জাতীয় দলে এখনো অভিষেক হয়নি। তারপরও তাকে কিনতে কলকাতা নাইট রাইডার্সকে খরচ করতে হয়েছে ৪ কোটি রুপি। এবারের নিলামের দ্বিতীয় সর্বোচ্চ দামি ভারতীয় ক্রিকেটারও তিনি।

জয়দেব উনাদকট- আইপিএলের এবারের আসরের নিলামে তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার জয়দেব উনাদকট। তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। ২০১৮ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলা উনাদকটকে কিনতে রাজস্থানের খরচ হয়েছে ৩ কোটি রুপি।

রবিন উথাপ্পা- ভারতের জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ রবিন উথাপ্পাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। এ ব্যাটসম্যানকে কিনতে তাদের খরচ হয়েছে ৩ কোটি রুপি।

যশস্বী জয়সওয়াল- এবারের নিলামে ভারতীয় ক্রিকেটারদেরই প্রাধান্য দিয়েছে রাজস্থান রয়্যালস। জয়দেব উনাদকট ও রবিন উথাপ্পার ছাড়াও যশস্বী জয়সওয়ালদের মতো তরুণ ক্রিকেটারদের কিনতেও তারা চড়া দাম দিয়েছে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের যশস্বী জয়সওয়ালকে কিনতে তারা খরচ করেছে ২ কোটি ৪০ লাখ রুপি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১