১৩ জানুয়ারি দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন

দুপচাঁচিয়া  প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সাধারণ নির্বাচন আগামী ১৩ তারিখ অনুষ্ঠিত হবে। জেলার ১২টি পৌরসভার মধ্যে চারটি প্রথম শ্রেণীর পৌরসভা। বগুড়া জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: মাহবুব আলম শাহ ১ ডিসেম্বর বিকেলে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে একটানা ভোট গ্রহণ করা হবে। ওই পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে প্রায় ১৮ হাজার ভোটার ভোট দেবেন।
ঘোষিত তফসিল অনুয়ায়ী ১২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়র, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল। তবে অনলাইনের মাধ্যমেও মনোনয়নপত্র দাখিলের নিয়ম চালু করা হয়েছে। এ ছাড়া ১৫ ডিসেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ও ২২ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
এ দিকে নির্বাচনী তফশিল ঘোষণার পর প্রার্র্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। সেই সাথে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে চায়ের টেবিলে ঝড় বইছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ